মালয়েশিয়ায় আগুনে পুড়ে প্রাণ হারানো মুন্সীগঞ্জের তিন রেমিট্যান্স যোদ্ধার জানাজা ও দাফন সম্পন্ন।
রোববার সকাল ৮টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভার রমজানবেগ এলাকায় বাড়ির পাশের উঠোনে তিন রেমিট্যান্স যোদ্ধার জানাজায় মানুষের ঢল নামে। পরে রমজানবেগ দক্ষিণপাড়া সামাজিক কবরস্থানে তাদেরকে দাফন করা হয়।
মালয়েশিয়ার জোহর রাজ্যের ইস্কান্দার পুতেরের গেলাং পাতার এসআইএলসি শিল্প এলাকায় শুক্রবার একাধিক রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে গুরুতর দগ্ধ হন ওই তিনজন।
ওইদিনই মারা যান রমজানবেগ গ্রামের রাজ্জাক ভূঁইয়ার ছেলে জব্বার আলীর। পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবুল কাশেমের ছেলে আবু তাহের ও শনিবার মারা যান মহিউদ্দিনের ছেলে সালাম।
তারা মুন্সীগঞ্জ শহরের রমজানবেগ এলাকার বাসিন্দা।
তিন রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিহতদের পরিবারের আর্থিক ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দায়িত্ব নিতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন স্থানীয়রা।