বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কুমিল্লায় রবির টাওয়ারের নিরাপত্তাকর্মী খুন 

  • প্রতিনিধি, কুমিল্লা    
  • ১৯ অক্টোবর, ২০২৪ ১৫:৩০

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, আবুল হাসেম রবি টাওয়ারে গত ২০ বছর ধরে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করছিলেন। তিনি চৌদ্দগ্রাম পৌরসভার ফাল্গুনকরা এলাকার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিলেন।

কুমিল্লার চৌদ্দগ্রামে রবি আজিয়াটার মোবাইল ফোন নেটওয়ার্ক টাওয়ারে হামলা করে নিরাপত্তাকর্মী আবুল হাসেমকে (৬৫) হত্যা করা হয়েছে।

চৌদ্দগ্রাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মধ্যম ফাল্গুনকরা এলাকায় রবির টাওয়ার এলাকায় শনিবার ভোররাতে এ ঘটনা ঘটে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

নিহত আবুল হাসেমের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর থানার করোটি চকবাড়ি গ্রামে।

নিহতের মুখ, হাত, পা গামছা দিয়ে বাঁধা ছিল। তার নাক থেঁতলানো ও মাথা গামছা দিয়ে বাঁধা অবস্থায় দেখা যায়।

ঘটনাস্থলে ব্যাটারির স্তূপ দেখা যায়। ধারণা করা হচ্ছে চুরি করার উদ্দেশ্যে চোরচক্রের হামলায় এ ঘটনা ঘটেছে।

ইন্টিগ্রেটেড সিকিউরিটি সার্ভিসের সুপারভাইজার আনোয়ার হোসেন জানান, নিহত আবুল হাসান ছাড়াও হাফেজ সফিউল্লাহ নিরাপত্তাকর্মী হিসেবে ফাল্গুনকরা রবি টাওয়ারে দায়িত্ব পালন করেন। অপর সুপারভাইজার সফিউল্লাহ ঘটনার দিন ছুটি ছাড়াই অনুপস্থিত ছিলেন।

ঘটনাস্থলে তদন্ত করছেন এএসপি (সার্কেল) নিশাদ তাবাসসুম, চৌদ্দগ্রাম থানার ওসি আকতারুজ্জামান ও পিবিআই কুমিল্লার ফরেনসিক টিম।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, আবুল হাসেম রবি টাওয়ারে গত ২০ বছর ধরে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করছিলেন। তিনি চৌদ্দগ্রাম পৌরসভার ফাল্গুনকরা এলাকার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিলেন।

এ বিভাগের আরো খবর