দাবি না মানা পর্যন্ত রাজপথ ছাড়বেন বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
চাকরি জাতীয়করণের দাবিতে শনিবার রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন বিভিন্ন সরকারি দপ্তর, অধিদপ্তর এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োজিত কর্মচারীরা।
সকাল ১০টা থেকে তারা এ মোড় অবরোধ শুরু করেন। এতে আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
কর্মচারীরা বলছেন, হুটহাট ছাঁটাই, নামমাত্র বেতনে চাকরি ও বিভিন্নভাবে তাদের নির্যাতন করা হয়।
ঠিকাদারি প্রথা বিলুপ্ত করে আউটসোর্সিং কর্মচারীদের স্ব স্ব প্রতিষ্ঠানে বয়স শিথিল করে জাতীয়করণের দাবি জানান তারা।
দাবি না মানা পর্যন্ত রাজপথ ছাড়বেন বলেও ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
এর আগে গত ১৭ আগস্টও এ দাবিতে শাহবাগ অবরোধ করেন আন্দোলনকারীরা।