বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সিএনজি রিফুয়েলিংয়ের সময় সিলিন্ডার বিস্ফোরণে মাইক্রোচালক নিহত

  • প্রতিনিধি, সাভার   
  • ১৮ অক্টোবর, ২০২৪ ১৫:০৪

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, গ্যাস রিফুয়েলিংয়ের সময় দুর্ঘটনাবশত সিলিন্ডার বিস্ফোরণ ঘটে একজনের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে তার পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে। 

ঢাকার ধামরাইয়ে মাইক্রোবাসে সিএনজি রিফুয়েলিংয়ের সময় সিলিন্ডার বিস্ফোরণে চালক নিহত হয়েছেন।

ওই সময় পেছনে থাকা অপর একটি প্রাইভেট কার ক্ষতিগ্রস্ত হলেও কেউ আহতের খবর নিশ্চিত হওয়া যায়নি।

ঢাকা-আরিচা মহাসড়কে ধামরাইয়ের ঢুলিভিটা এলাকার এন এন সিএনজি অ্যান্ড রিফুয়েলিং স্টেশনে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ফারুক হোসেন (৫০) ধামরাইয়ের নান্নার ইউনিয়নের ধাইরা এলাকার বাসিন্দা, যিনি ভাড়ায় চালিত হাই এস মাইক্রোবাস চালাতেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ফারুক হোসেন নিজে গাড়ি চালিয়ে সিএনজি গ্যাস নেয়ার জন্য এন এন সিএনজি অ্যান্ড রিফুয়েলিং স্টেশনে আসেন। পরে স্টেশন থেকে গাড়ির সিলিন্ডারে গ্যাসের সংযোগ দেয় স্টেশনের কর্মী। ওই সময় চালক ফারুক তার গাড়ির পেছনেই দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, গ্যাস রিফুয়েলিংয়ের সময় দুর্ঘটনাবশত সিলিন্ডার বিস্ফোরণ ঘটে একজনের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে তার পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে।

তিনি আরও জানান, পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো খবর