বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সিরাজগঞ্জে বাসচাপায় দুই বাইক আরোহী নিহত, আহত ১০

  • প্রতিনিধি, সিরাজগঞ্জ   
  • ১৭ অক্টোবর, ২০২৪ ১৪:০৬

উল্লাপাড়া থানার ওসি রাকিবুল হাসান জানান, দুর্ঘটনায় বাসে থাকা যাত্রীদের মধ্যে প্রায় ১০ জন আহত হন, যাদের উল্লাপাড়া কাওয়াক ২০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হবে।

ঢাকা-পাবনা মহাসড়কে সিরাজগঞ্জের উল্লাপাড়ার বালশাবাড়ী এলাকায় বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

এ দুর্ঘটনায় ১০ জনের মতো বাসযাত্রী আহত হয়েছেন।

আহত যাত্রীদের উল্লাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে পাবনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের বাসটি বালশাবাড়ী এলাকায় পৌঁছায়। ওই মহাসড়কের ওপর একটি তিন চাকার ভ্যানগাড়ি মাঝামাঝি চলে এলে বাসচালক তাকে বাঁচাতে গিয়ে ডান পাশের দোকানের ওপর তুলে দেন। দোকানের সামনে দুটি মোটরসসাইকেলে বসে থাকা দুইজন আরহীকে চাপা দিয়ে দুমড়েমুচড়ে নিয়ে যায় বাসটি। এতে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হন।

তিনি জানান, বাইক আরোহীদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

পুলিশের এ কর্মকর্তা আরও জানান, দুর্ঘটনায় বাসে থাকা যাত্রীদের মধ্যে প্রায় ১০ জন আহত হন, যাদের উল্লাপাড়া কাওয়াক ২০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হবে।

এ বিভাগের আরো খবর