চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার কমে হয়েছে ৭০.৩২ শতাংশ।
গত বছর এ হার ছিল ৭৪.৪৫ শতাংশ। এবার তা কমেছে ৪ শতাংশের বেশি।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড ভবনে মঙ্গলবার সকালে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এ এম এম মুজিবুর রহমান এ বছরের পরীক্ষার ফল ঘোষণা করেন।
চলতি বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডে জিপিএ ফাইভ পেয়েছে ১০ হাজার ২৬৯ জন শিক্ষার্থী, যার মধ্যে ৫ হাজার ৭৫৯ জন ছাত্রী ও ৪ হাজার ৭৫৯ জন ছাত্র।
বোর্ডে এবার ছাত্রদের পাসের হার ৬৭ দশমিক ৭২ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৭২ দশমিক ৪৯ শতাংশ।
চট্টগ্রাম বোর্ডে এবার সর্বোচ্চ ৯১ দশমিক ৩৩ শতাংশ পাসের হার বিজ্ঞান বিভাগে। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৭৩ দশমিক ৫২ শতাংশ এবং মানবিক বিভাগে পাসের হার ৫৭ দশমিক ১১ শতাংশ।
বোর্ডের অধীন কক্সবাজার জেলায় এবার পাসের হার ৬৩ দশমিক ১৯ শতাংশ।
তিন পার্বত্য জেলার মধ্যে রাঙ্গামাটিতে ৬০ দশমিক ৩২ শতাংশ, খাগড়াছড়ি জেলায় পাসের হার ৫৯ দশমিক ৬৩ শতাংশ এবং বান্দরবান জেলায় পাসের হার ৫৯ দশমিক ৯০ শতাংশ।