বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘পরিবেশ রক্ষায় রিসাইক্লিং, মনিটরিং ও সার্টিফাইড ব্যবস্থা প্রয়োজন’

  • নিজস্ব প্রতিবেদক   
  • ১৪ অক্টোবর, ২০২৪ ২০:৪২

পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘আধুনিক বর্জ্য সংগ্রহ, অপসারণ ও আইনের ব্যবহারের জন্য দ্রুত স্টেকহোল্ডারদের কাজ করা প্রয়োজন। ই-বর্জ্য পুনরায় ব্যবহারের জন্য তত্ত্বাবধানসহ প্রচার চালাতে হবে, যাতে দ্রুত এর ক্ষতিকর প্রভাবগুলো সম্পর্কে জনগণকে সচেতন করা যায়।’

প্লাস্টিক, পলিথিন কিংবা আধুনিক বর্জ্য থেকে পরিবেশ রক্ষায় রিসাইক্লিং, মনিটর ও সার্টিফাইড ব্যবস্থা প্রয়োজন বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আন্তর্জাতিক ই-বর্জ্য দিবস উপলক্ষে সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘ফরমাল ই-ওয়েস্ট ম্যানেজমেন্ট ২০২৪’ শীর্ষক সেমিনারে অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিজওয়ানা হাসান বলেন, ‘প্লাস্টিক শিল্পের জন্য পরিবেশ রক্ষায় খসড়া নীতি নির্ধারণ প্রয়োজন। পরিবেশে আধুনিক বর্জ্যের যে সমস্যা তা স্বীকার করতে হবে। ফলে আধুনিক বর্জ্য আইন ২০২১ বাস্তবায়ন করতে হবে।

‘আধুনিক বর্জ্য সংগ্রহ, অপসারণ ও আইনের ব্যবহারের জন্য দ্রুত স্টেকহোল্ডারদের কাজ করা প্রয়োজন। ই-বর্জ্য পুনরায় ব্যবহারের জন্য তত্ত্বাবধানসহ প্রচার চালাতে হবে, যাতে দ্রুত এর ক্ষতিকর প্রভাবগুলো সম্পর্কে জনগণকে সচেতন করা যায়।’

পরিবেশ উপদেষ্টা জানান, ‘পলিথিন শপিং ব্যাগের বিদ্যমান নিষেধাজ্ঞা নভেম্বর থেকে সারা দেশে কঠোরভাবে কার্যকর করা হবে। কিছু মার্কেট পলিথিনের বিকল্প ব্যাগ দিতে শুরু করেছে। মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে অনুরোধ করব পরিবেশবান্ধব ব্যাগ ছাড়া যেন পরিবেশ দূষণের কোন প্রকার ব্যাগ কেউ ব্যবহার না করতে পারে সে বিষয়ে খেয়াল রাখতে।

‘প্লাস্টিক, পলিথিন রিসাইক্লিং প্রক্রিয়ার খুবই গুরুত্বপূর্ণ কথা হলো মনিটর ও সার্টিফাইডের মাধ্যমে নিয়ন্ত্রণ করা, যাতে আগামীতে সমস্যাগুলো আর বৃদ্ধি না পায়।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী। এছাড়াও ডব্লিউইইই সোসাইটি-বাংলাদেশের চেয়ারম্যান সুমন আহমেদ সাবির বক্তব্য দেন। বুয়েটের রাসায়নিক প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. শাহিনুর ইসলাম মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

সেমিনারে নীতিনির্ধারক, পরিবেশ বিশেষজ্ঞ এবং শিল্প নেতৃবৃন্দ ই-ওয়েস্ট ব্যবস্থাপনার চ্যালেঞ্জ এবং সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করেন।

বক্তারা অনানুষ্ঠানিক রিসাইক্লিং প্রক্রিয়া, যেমন উন্মুক্ত স্থানে পোড়ানোর মাধ্যমে বর্জ্য প্রক্রিয়াজাতকরণের কারণে সৃষ্ট দূষণ ও স্বাস্থ্য ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

এ বিভাগের আরো খবর