নাটোরের বড়াইগ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে রোববার তোরাব আলী (৪৮) নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
সকাল ৮টার দিকে উপজেলার নটাবাড়িয়া ওয়ারিশপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত তোরাব একই এলাকার প্রয়াত সোলেমান আলীর ছেলে।
বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরেই তোরাব আলীর সঙ্গে তার মামাতো ভাই সুলতান আহমেদ রানার জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। রোববার সকালে তোরাব আলী তার কলাবাগানে জমে থাকা পানি অপসারণের জন্য ড্রেন করার সময় রানা ও তার লোকজন বাধা দেয়। এ সময় তোরাবের সঙ্গে রানার কথাকাটিকাটি শুরু হয়। পরে রানা তার হাতে থাকা ধারালো হাঁসুয়া দিয়ে তোরাবকে কুপিয়ে আহত করে চলে যান।
খবর পেয়ে স্থানীয়রা তোরাবকে উদ্ধার করে পাশের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তোরাবাকে মৃত বলে জানান।
ওসি আরও জানান, পুলিশ অভিযুক্তকে ধরতে অভিযান শুরু করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।