নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় পূজার অঞ্জলি দিতে গিয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
উপজেলার সদর ইউনিয়নের হরিণধরা গ্রামে শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
প্রাণ হারানো দুজন হলো হরিণধরা গ্রামের সঞ্জয় তালুকদার ও বাসন্তী তালুকদার দম্পতির মেয়ে ঋতু তালুকদার (১৮) এবং বিপ্লব তালুকদার ও রুপা চন্দ্র তালুকদার দম্পতির ছেলে অমিত তালুকদার (৮)।
ঋতু কলমাকান্দা সরকারি কলেজের বিএ অধ্যয়নরত শিক্ষার্থী ছিলেন। অন্যদিকে অমিত হরিণধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। দুজন সম্পর্কে ফুফু (পিসি) ভাতিজা হন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে হরিণধরা গ্রামে নিজ বাড়ির পাশে পশ্চিমপাড়ায় একই পরিবারের ছয়জন মিলে দুর্গাপূজার অঞ্জলির উদ্দেশ্যে ছোট একটি নৌকায় করে বের হয়। পথে কালীবাড়ি খাল পার হওয়ার সময় নৌকাটি ডুবে যায়। ওই সময় চারজন সাঁতরে খালপাড়ে উঠলেও ঋতু তালুকদার ও অমিত তালুকদার উঠতে পারেনি।
পরে দুজনকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক শামীম আরা নিপা তাদের মৃত ঘোষণা করেন।
ফুফু ভাতিজার মৃত্যুর সংবাদে ওই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
মৃতের স্বজন স্বপন তালুকদার জানান, ঋতু তালুকদার সাঁতার জানত, কিন্তু ভাইপো অমিত তালুকদারকে বাঁচাতে গিয়ে দুজনই পানিতে তলিয়ে যায়। জীবিতদের আর্তচিৎকারে স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন জানান, খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে দুজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।