বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঢামেকে টাকা চুরির অভিযোগে নারীসহ দুজন আটক

  • নিজস্ব প্রতিবেদক   
  • ১০ অক্টোবর, ২০২৪ ১৫:৪০

রোগীর স্বজন মোহাম্মদ নোমান হোসেন বলেন, ‘গত (বুধবার) রাত থেকেই অভিযুক্ত দুইজন হাসপাতালের দ্বিতীয় তলায় ঘোরাফেরা করছিলেন। আমার রোগীর রক্তের প্রয়োজনে ব্লাড ব্যাংকের সামনে গত রাত থেকে রক্তের জন্য অপেক্ষায় ছিলাম। এ সময় অভিযুক্ত নারী ও ওই ব্যক্তি কৌশলে আমার কাছ থেকে ৭০ হাজার টাকা নিয়ে যায়।’

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে রোগীর স্বজনের কাছ থেকে টাকা চুরির অভিযোগে মাহফুজা আক্তার নিপা (২৬) ও মোহাম্মদ মইনুদ্দিন (৬৫) নামের দুজনকে আটক করেছে পুলিশ।

তাদের কাছ থেকে ১৩ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।

মইনুদ্দিনের বাড়ি নোয়াখালীর কবিরহাট থানার সাগরপুর গ্রামে। আর নিপার বাড়ি নরসিংদীর রায়পুরা থানার অলিপুরার নবিয়াবাদ গ্রামে। দুজনই ঢাকার ডেমরা এলাকায় থাকেন।

হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলায় বৃহস্পতিবার সকালে ব্লাড ব্যাংকের সামনে থেকে দুজনকে আটক করা হয়।

রোগীর স্বজন মোহাম্মদ নোমান হোসেন বলেন, ‘গত (বুধবার) রাত থেকেই অভিযুক্ত দুইজন হাসপাতালের দ্বিতীয় তলায় ঘোরাফেরা করছিলেন। আমার রোগীর রক্তের প্রয়োজনে ব্লাড ব্যাংকের সামনে গত রাত থেকে রক্তের জন্য অপেক্ষায় ছিলাম।

‘এ সময় অভিযুক্ত নারী ও ওই ব্যক্তি কৌশলে আমার কাছ থেকে ৭০ হাজার টাকা নিয়ে যায়। পরে আমি বিষয়টি বুঝতে পেরে ঢাকা মেডিক্যালের পুলিশ ক্যাম্প ইনচার্জকে জানাই। পরে তারা এসে ওই নারীসহ ওই ব্যক্তিকে পুলিশ ক্যাম্পে নিয়ে যায়।’

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ ও পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, ‘আমরা খবর পেয়ে হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলার ব্লাড ব্যাংকের সামনে থেকে অভিযুক্ত ওই নারীসহ ওই ব্যক্তিকে আটক করে হাসপাতালের পুলিশ ফাঁড়িতে নিয়ে আসি। এ সময় তাদের কাছ থেকে নগদ ১৩ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।

‘এরা সক্রিয় চোর ও দালাল চক্রের সদস্য। তাদের জিজ্ঞাসাবাদে অসংলগ্ন এবং সন্দেহজনক কথাবার্তা বলে তারা। তারা একবার স্বীকার করে ৪৫ হাজার টাকা নিয়েছে, কিন্তু তাদের কাছ থেকে মাত্র ১৩ হাজার ৫০০ টাকা আমরা উদ্ধার করেছি।’

তিনি আরও বলেন, ‘বাকি টাকা হয়তো এই চোর চক্রের সদস্যদের মাধ্যমে তারা পাচার করে দিয়েছে। বিষয়টি শাহবাগ থানাকে অবগত করা হয়েছে।’

এ বিভাগের আরো খবর