ঢাকার সাভার উপজেলায় সাত বছর বয়সী শিশুকে কক্ষে আটকে রেখে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আশুলিয়ার পলাশবাড়ী এলাকার ভাড়া বাসা থেকে বুধবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তির বাড়ি নীলফামারীর ডিমলা উপজেলায়। তিনি আশুলিয়ার পলাশবাড়ী এলকায় ভাড়া বাসায় থেকে একটি পোশাক কারখানায় কাজ করেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, শিশুটির বাবা প্রবাসী ও মা বাসার পাশে একটি দোকান ভাড়া নিয়ে কাপড়ের ব্যবসা করেন। মঙ্গলবার বিকেলে মেয়েকে বাসায় একা রেখে তার মা দোকানে যান। ওই সময় প্রতিবেশী ব্যক্তিটি সুযোগ বুঝে শিশুটিকে জোর করে তার কক্ষে নিয়ে ধর্ষণ করেন। ওই সময় অনেক জোরে বৃষ্টি পড়ার কারণে মেয়েটি চিৎকার করলেও তা কেউ শুনতে পায়নি। পরে মেয়েটি কৌশলে ওই কক্ষ থেকে দৌড়ে পালিয়ে প্রতিবেশী আরেক ভাড়াটিয়ার কাছে আশ্রয় নেয়।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, ঘটনার এক দিন পর বুধবার রাতে বিষয়টি জানাজানি হলে অভিযুক্তকে আটকে রেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, বুধবার রাতে শিশু ধর্ষণের অভিযোগে একজনকে আটক করে আনা হয়। পরে ভুক্তভোগীর পরিবার তার নামে মামলা করে।
তিনি আরও জানান, শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়।