বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শেরপুরে বন্যার্তদের পাশে সেনাবাহিনী

  • প্রতিনিধি, শেরপুর   
  • ৭ অক্টোবর, ২০২৪ ১৯:৪৭

সেনাবাহিনীর পক্ষ থেকে শেরপুরে সোমবার বিকেল পর্যন্ত চার হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পোঁছে দেয়া হয়েছে। বন্যাকবলিত জনপদে যাদের বাসাবাড়িতে রান্না করার ব্যবস্থা নেই, তাদেরকে রান্না করা খাবার দেয়া হচ্ছে। শুকনো খাদ্যসামগ্রী বিতরণও অব্যাহত রয়েছে।

শেরপুরে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী। জেলার পাঁচটি উপজেলাতেই সেনাপ্রধানের নির্দেশে সেনাবাহিনীর পক্ষ থেকে উদ্ধার অভিযান এবং খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম চলছে। বন্যাকবলিতদের উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে রাখা হচ্ছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে শেরপুরে সোমবার বিকেল পর্যন্ত চার হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পোঁছে দেয়া হয়েছে। যাদের বাসায় রান্না করার ব্যবস্থা নেই, তাদেরকে রান্না করা খাবার দেয়া হচ্ছে।

সোমবার ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়ন ও নকলা উপজেলার বিভিন্ন গ্রামে সেনাবাহিনীর পক্ষ থেকে রান্না করা খাবার এবং ত্রাণসামগ্রী বিতরণ করেন সেনা সদস্যরা।

ঝিনাইগাতী সদর ইউনিয়নের সারিকালিনগর, দড়িকালিনগর ও হাতিবান্ধা ইউনিয়নের মিরপাড়া এলাকায় দু’শতাধিক দুর্গতর মাঝে ময়মনসিংহ সেনানিবাসের ১৩ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের লেফটেন্যান্ট জোহায়ের খাবার বিতরণ কার্যক্রমের তত্ত্বাবধান করেন।

লেফটেন্যান্ট জোহায়ের বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে রান্না করা খাবার বিতরণ করা হয়। এছাড়া বন্যাদুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

নকলা উপজেলায় ১৩ বীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসান হাফিজুল হক দায়িত্ব পালন করেন। লেফটেন্যান্ট কর্নেল হাসান হাফিজুল হক বলেন, সেনাবাহিনীর উদ্যোগে রান্না করা খাবার বিতরণ ছাড়াও শুকনো খাবার বিতরণ কার্যক্রম চলছে।

এ বিভাগের আরো খবর