সারা দেশে গত সেপ্টেম্বর মাসে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৩৯২টি। এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪২৬ জন। তাদের মধ্যে ৬১ জন নারী, শিশু ৫৩টি। আহত হয়েছেন ৮১৩ জন।
সোমবার রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের পাঠানো দুর্ঘটনা প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
নয়টি জাতীয় দৈনিক, সাতটি নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে- সেপ্টেম্বর মাসে সারা দেশে ১৬৪টি মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারান ১৭৯ জন, যা মোট প্রাণহানির ৪২ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৪১ দশমিক ৮৩ শতাংশ। দুর্ঘটনায় ৯৭ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২২ দশমিক ৭৬ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৫৪ জন, অর্থাৎ ১২ দশমিক ৬৭ শতাংশ।
এই সময়ে নৌ-দুর্ঘটনা ঘটেছে আটটি। তাতে প্রাণ হারিয়েছেন ১১ জন, আহত হয়েছেন চারজন এবং নিখোঁজ রয়েছেন দুজন। ১৭টি রেল ট্র্যাক দুর্ঘটনায় ১৩ জন নিহত হন এবং আহত হন নয়জন।
সংগঠনটি পর্যবেক্ষণ ও বিশ্লেষণে বলেছে, দুর্ঘটনাগুলোর মধ্যে ১৬২টি জাতীয় মহাসড়কে, ১৪৪টি আঞ্চলিক সড়কে, ৪৭টি গ্রামীণ সড়কে, ৩৪টি শহরের সড়কে এবং পাঁচটি অন্যান্য স্থানে সংঘটিত হয়েছে।