চট্টগ্রামের আনোয়ারায় বৃহস্পতিবার পাহাড়ে কাঠ কাটতে গিয়ে এক নারীর খণ্ডিত মরদেহ পেয়েছেন স্থানীয় লোকজন।
উপজেলার বৈরাগ ইউনিয়নের মোহাম্মদপুর এলাকায় চায়না ইকোনমিক জোন এলাকায় মরদেহটি পান তারা।
ওই নারীর পরনে টি-শার্ট ও প্যান্ট ছিল। তার হাতে ছিল ট্যাঁটু আঁকা। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য সাদ্দাম হোসেন বলেন, ‘এলাকার ছেলেরা কাঠ কাটতে পাহাড়ে গেলে খাদে লাশটি দেখতে পায়ে আমাকে খবর দেয়। আমি পুলিশকে জানালে লাশটি উদ্ধার করে মর্গে নিয়ে যায়।
‘লাশের দুইটি পা নেই। ধারণা করা হচ্ছে দুই-তিন দিন আগে পাহাড়ে শিয়াল, কুকুরে পা খেয়ে ফেলেছে।’
আনোয়ারা সার্কেলের সহকারী কমিশনার সোহানুর রহমান সোহাগ বলেন, ‘জনপ্রতিনিধিদের কাছ থেকে খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি। লাশের পরিচয় শনাক্ত ও ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’