বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতার ঘটনায় করা দুই মামলায় নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রবিউল আওয়াল শাওনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ময়মনসিংহ শহরের গাঙ্গিনারপাড় এলাকা থেকে
মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশের একটি দল।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মইনুদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাতে গ্রেপ্তারের পর বুধবার সকালে শাওনকে নেত্রকোণা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
নেত্রকোণা মডেল থানার ওসি কাজী শাহানেওয়াজ জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নাশকতার ঘটনায় শাওনের নামে দুটি মামলা হয়। ওই মামলাগুলোতে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
তিনি আরও জানান, বুধবার শাওনকে নেত্রকোণার জেলা আদালতে সোপর্দ করা হয়।
রবিউল আওয়াল শাওনকে ২০২১ সালের ২৬ জুন নেত্রকোণা জেলা ছাত্রলীগের সভাপতি করে বিজ্ঞপ্তি প্রকাশ করেন ছাত্রলীগের তৎকালীন সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
বিজ্ঞপ্তিতে নেত্রকোণা ছাত্রলীগের আংশিক কমিটি গঠনের কথা জানানো হয়। সে কমিটি পূর্ণাঙ্গ হওয়ার আগেই চলতি বছরের ৩০ জুলাই তা বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।