চাঁদাবাজির মামলায় ঠাকুরগাঁও-২ আসনের সাতবারের সংসদ সদস্য (এমপি) দবিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সদর উপজেলার রুহিয়া থানা আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেনের বাসা থেকে বুধবার রাত আড়াইটার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বৃহস্পতিবার জানান, রুহিয়া থানার রামনাথ বাজারের একজন আওয়ামী লীগ নেতার বাসা থেকে দবিরুলকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, চাঁদাবাজির অভিযোগে গত ১১ সেপ্টেম্বর সাবেক এমপি দবিরুলকে প্রধান আসামি করে মামলা করেন বাবলু নামের এক ব্যক্তি। সে মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। পরে আদালত দবিরুলকে কারাগারে পাঠায়।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মাধ্যমে রাজনীতিতে যুক্ত হন দবিরুল ইসলাম। তিনি ১৯৮৬ ও ১৯৯১ সালের সংসদ নির্বাচনে দলটির প্রার্থী হিসেবে ঠাকুরগাঁও-২ আসন থেকে এমপি নির্বাচিত হন।
সিপিবি থেকে আওয়ামী লীগে যোগ দিয়ে ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে একই আসনে লড়ে জয়ী হন তিনি।