বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সরকারি চাকরির বয়সসীমা নিয়ে সিদ্ধান্ত ৭ কর্মদিবসের মধ্যে

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২ অক্টোবর, ২০২৪ ১৫:৫৫

রাসেল মাহমুদ বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের করে দেয়া টিমের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা আগামী সাত কর্মদিবসের মধ্যে একটা যৌক্তিক সমাধান দেবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন।’

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির বিষয়ে আগামী সাত কার্যদিবসের মধ্যে সরকার সিদ্ধান্ত দিতে চেয়েছে বলে জানিয়েছেন এ দাবিতে আন্দোলনকারীদের সমন্বয়ক রাসেল মাহমুদ।

সচিবালয়ে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

রাসেল মাহমুদ বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের করে দেয়া টিমের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা আগামী সাত কর্মদিবসের মধ্যে একটা যৌক্তিক সমাধান দেবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন।

‘যৌক্তিকতার নিরিখে দাবিগুলোর পক্ষে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। সেগুলো বিশ্লেষণ করে আগামী সাত কার্যদিবসের মধ্যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য একটা চমৎকার প্রতিবেদন দেবেন।’

চাকরির বয়স ৩৫ না করে কম করা হলে আপনারা মানবেন কি না, এমন প্রশ্নের জবাবে রাসেল মাহমুদ বলেন, “তারা আমাদের বলেছেন, ‘তোমাদের যৌক্তিক দাবি নিয়ে এসেছো। আমরা তার একটি বাস্তবসম্মত সমাধান দেব।’ আমরা তাদের অনুরোধ করেছি, আপনারা এমন সিদ্ধান্ত নিন যেন আন্দোলন মাঠে থেকে না যায়।”

তিনি আরও বলেন, ‘আমরা আশাবাদী একটি যৌক্তিক সমাধান হবে। সেটা ন্যূনতম ৩৫ বছর এবং বিভিন্ন ক্ষেত্রে শর্তসাপেক্ষে উন্মুক্ত করার কথা হয়েছে।

‘আগামী ৭ কার্যদিবসের মধ্যে যে সিদ্ধান্ত আসবে, সেটার ওপর ভিত্তি করে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব।’

এ বিভাগের আরো খবর