কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুরে বন্যাকবলিত এলাকায় বাড়িঘর পুনর্নির্মাণ ও ত্রাণ বিতরণে চতুর্থ ধাপ চালু করেছে ইসমাইলি সিভিক বাংলাদেশ।
এ ধাপে তিন জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে বিভিন্ন ধরনের বীজ বিতরণ করা হয়েছে, যা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তাদের জীবিকা ফিরে পেতে সহায়তা করেছে।
কৃষি সহায়তার পাশাপাশি ইসমাইলি সিভিক বাংলাদেশ বন্যাকবলিত এলাকায় গুরুত্বপূর্ণ অবকাঠামো পুনর্নির্মাণের জন্য ইসমাইলি কমিউনিটি দ্বারা অনুদানকৃত তহবিল ব্যবহার করছে।
কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাটে দুটি বিদ্যালয় এবং কুমিল্লার আদর্শ সদর এলাকায় দুটি ঘর সম্পূর্ণভাবে পুনর্নির্মাণ করা হচ্ছে। এ ছাড়া কুমিল্লার চৌদ্দগ্রামে একটি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের জন্য দীর্ঘমেয়াদি বিশুদ্ধ পানির উৎস নিশ্চিত করবে।
গত কয়েক মাসে ইসমাইলি সিভিক বাংলাদেশ ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের সহযোগিতায় তিনটি পূর্ববর্তী ধাপে বন্যাদুর্গতদের মধ্যে শুকনা খাবার, ওষুধ, শিশুদের প্রয়োজনীয় সামগ্রী, নারীদের স্যানিটারি পণ্য, পরিষ্কার-পরিচ্ছন্নতার সামগ্রী এবং পোশাকসহ জরুরি সামগ্রী দিয়েছে।
ইসমাইলি সিভিক উদ্যোগ হলো একটি বৈশ্বিক কর্মসূচি, যার অধীনে বিশ্বজুড়ে শিয়া ইসমাইলি মুসলিম কমিউনিটি মানবতার সেবা করার শতাব্দী প্রাচীন ঐতিহ্যের ওপর ঐক্যবদ্ধ হয়েছে। সম্প্রদায়ের নৈতিকতা ও দীর্ঘকালীন স্বেচ্ছাসেবামূলক সেবার ঐতিহ্যের ভিত্তিতে উদ্যোগটি সহানুভূতি, ঐক্য ও সামাজিক দায়িত্বের মনোভাব গড়ে তোলে।