বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের পর এবার নৌ-বাহিনী এবং বিমান বাহিনীর কর্মকর্তাদেরও ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়েছে। সোমবার আগের আদেশটিতে সংশোধনী এনে ‘সেনাবাহিনী’র জায়গায় ‘সশস্ত্র বাহিনী’ করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
নাম প্রকাশ না করার শর্তে একজন অতিরিক্ত সচিব জানান, বিদ্যমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে শুধু ‘সেনা কর্মকর্তাদের’ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়েছিল। সোমবার আগের আদেশটিতে সংশোধনী এনে সেটা ‘সশস্ত্র বাহিনী’ করা হয়েছে।
আরেক কর্মকর্তা জানান, সমুদ্র উপকূলীয় এলাকাগুলোতে নৌ-বাহিনীর কর্মকর্তারা অপরাধ নিয়ন্ত্রণে বিভিন্ন ধরনের কাজে যুক্ত থাকেন। মূলত সেই লক্ষ্যেই ম্যাজিস্ট্রেসি ক্ষমতার আওতা বাড়ানো হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মানসুর হোসেন জানান, ১৭ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনে সংশোধনী এনে ‘সেনাবাহিনী’র জায়গায় ‘সশস্ত্র বাহিনী’ শব্দটি যোগ করা হয়েছে। তবে এর জন্য নতুন প্রজ্ঞাপন জারি করা হয়নি। পুরনো প্রজ্ঞাপনের একই স্মারক ও তারিখ প্রতিস্থাপিত হয়েছে।