বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পতেঙ্গায় অয়েল ট্যাংকারে বিস্ফোরণ, দুজনের মরদেহ উদ্ধার

  • প্রতিনিধি, চট্টগ্রাম   
  • ৩০ সেপ্টেম্বর, ২০২৪ ১৭:৪০

সোমবার বেলা ১১টার দিকে ইস্টার্ন রিফাইনারির ডলফিন জেটিতে নোঙর করা অবস্থায় বাংলার জ্যোতি নামের অয়েল ট্যাংকারে বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনা ঘটে। দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনার পর জাহাজটি থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

চট্টগ্রাম বন্দরের পতেঙ্গায় ডলফিন জেটিতে নোঙর করা অপরিশোধিত পেট্রোলিয়ামবাহী জাহাজে (অয়েল ট্যাংকার) বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় জাহাজটিতে আগুন ধরে যায়। এ ঘটনায় জাহাজটি থেকে দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে ইস্টার্ন রিফাইনারির ডলফিন জেটিতে নোঙর করা অবস্থায় বাংলার জ্যোতি নামের জাহাজে এই বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনা ঘটে।

আগুন নেভাতে কোস্টগার্ড, নৌবাহিনী ও ইস্টার্ন রিফাইনারির নিজস্ব ফায়ার ফাইটিং টিম কাজ শুরু করে। ইতোমধ্যে জাহাজটি থেকে দুজনের মরদেহ উদ্ধার হয়েছে। তাদের একজনের নাম সৌরভ কুমার সাহা। তাৎক্ষণিকভাবে অপরজনের নাম-পরিচয় জানা যায়নি।

জাহাজটিতে বিস্ফোরণ ও আগুন লাগার পর থেকে সংশ্লিষ্টরা বলছিলেন যে এই দুর্ঘটনার পর থেকে তিনজন নিখোঁজ রয়েছে।

সোমবার বেলা ১১টায় এই অগ্নিকাণ্ডের পর দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে দুর্ঘটনাকবলিত ট্যাংকার জাহাজ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘দুর্ঘটনাকবলিত জাহাজটির আগুন নিয়ন্ত্রণে আনার পর দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরেদহ দুটি কোস্টগার্ড ও নেভির তত্ত্বাবধানে রয়েছে।’

জানা গেছে, বাংলার জ্যোতি ট্যাংকার জাহাজটি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন পুরনো জাহাজ।

ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শরীফ হাসনাত জানান, ডলফিন জেটিতে বিএসসির জাহাজ বাংলার জ্যোতিতে আগুন লাগে। আগুনে সৌরভ কুমার সাহা নামে একজন ডেক ক্যাডেট মারা গেছেন। তার বাড়ি ঝিনাইদহে। দুর্ঘটনায় আরও কয়েকজন হতাহত হয়েছেন।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের মবিলাইজিং অফিসার কপিল উদ্দিন বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে নৌবাহিনী ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জলযান কাজ করে।

আগুন লাগা জাহাজটি সাগরে নোঙর করে রাখা বড় ট্যাংকার থেকে তেল পরিবহন করে জেটিতে নিয়ে আসে। এরপর ইস্টার্ন রিফাইনারিতে তেল সরবরাহ করে। তবে দুর্ঘটনার সময় জাহাজটিতে তেল ছিল কিনা বা থাকলেও কী পরিমাণ ছিল তা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানাতে পারেননি।

এ বিভাগের আরো খবর