লেবাননে ইসরায়েলি বিমানের একের পর এক বোমা হামলা আর চলমান সংঘাতের মধ্যে নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে নিরাপদ এলাকায় অবস্থান নিতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছে দেশটিতে বাংলাদেশের দূতাবাস।
বৈরুতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান রোববার সকালে এক ভিডিও বার্তায় এই আহ্বান জানান। সূত্র: ইউএনবি
বার্তায় তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে দয়া করে নিজ নিজ অবস্থানে নিরাপদে থাকুন। কোনো সমস্যার মুখোমুখি হলে অবিলম্বে আমাদের জানান। আপনাদের প্রয়োজনীয় সহায়তা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
আশ্রয় নিতে ইচ্ছুক প্রবাসীদের অনতিবিলম্বে দূতাবাসের হেল্পলাইন ও হটলাইন নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানান রাষ্ট্রদূত।
ফ্রন্ট ডেস্ক নম্বর ৭১২১৭১৩৯, হটলাইন নম্বর ৭০৬৩৫২৭৮ ও হেল্পলাইন নম্বর ৮১৭৪৪২০৭।
ইমেইলে যোগাযোগের ঠিকানা- beirut.mission@mofa.gov.bd।
রাষ্ট্রদূত জানান, গত চার থেকে পাঁচ দিনে লেবাননের পরিস্থিতি অত্যন্ত খারাপ হয়েছে। বৈরুতের বিভিন্ন অঞ্চলে আইন প্রয়োগ সংক্রান্ত সমস্যা, বন্দুক হামলা, রাস্তা অবরোধ, ভাঙচুরসহ বিপজ্জনক ঘটনা ঘটেছে।
দূতাবাস দাহিয়েহ এলাকা ও আশপাশের অঞ্চল থেকে প্রবাসীদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে।
খাদ্য ও আশ্রয়ের প্রয়োজনে সহকর্মী প্রবাসীদের সহযোগিতার দায়িত্বে নিয়োজিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান রাষ্ট্রদূত। তিনি আরও বলেন, ‘পাশাপাশি প্রবাসীদের মধ্যে অনেক সামাজিক সংগঠন সাহায্যের জন্য এগিয়ে এসেছে। আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাই।’
তিনি আরও বলেন, ‘যারা কর্মস্থল ও আবাসস্থল ছেড়ে নিরাপদ এলাকায় চলে গেছেন দূতাবাস তাদের সম্পর্কে সক্রিয়ভাবে তথ্য সংগ্রহ করছে। যতটুকু সম্ভব সহায়তা দেয়া হবে। তুলনামূলকভাবে নিরাপদ অবস্থানে পৌঁছতে আপনাকে সহায়তা করতে আমরা আমাদের সম্ভাব্য সবকিছু করব।’
রাষ্ট্রদূত জানান, লেবাননের পরিস্থিতির ভয়াবহতা ও দুর্দশাগ্রস্ত প্রবাসীদের প্রয়োজনীয়তা সম্পর্কে ঢাকায় ধারাবাহিকভাবে জানানো হচ্ছে।
সবশেষে জাভেদ তানভীর খান সবাইকে গুজব থেকে দূরে থাকার এবং বিপদগ্রস্তদের পাশে দাঁড়াতে ঐক্য, ধৈর্য্য ও সাহসের পরিচয় দেয়ার আহ্বান জানান।