ঢাকার খালগুলোকে উদ্ধার করে ব্লু নেটওয়ার্ক করার পরিকল্পনা হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বন অধিদপ্তরে ‘বিগত ১০০ বছরে ঢাকা শহরের নগর প্রতিবেশ, ভূমি ব্যবহার এবং জীববৈচিত্র্যে স্থানিক ও সময়ানুক্রমিক পরিবর্তন এবং কৌশলগত পরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক কর্মশালায় তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বৃহৎ পরিকল্পনামাফিক সময়সাপেক্ষ কাজ করার সুযোগ কম। তবে এই সরকার কয়েকটি বিষয় গুরুত্বসহকারে ভাবছে। এর মধ্যে একটি হচ্ছে ব্লু নেটওয়ার্কের পরিকল্পনা।
রিজওয়ানা হাসান বলেন, ‘পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয় থেকে উদ্যোগ নিয়ে সিটি করপোরেশন ও রাজউকের সঙ্গে যারা দীর্ঘদিন খাল নিয়ে গবেষণা করেছেন তাদের সঙ্গে আমরা আলোচনা করব। কিভাবে দ্রুত সময়ের মধ্যে ব্লু নেটওয়ার্কের প্ল্যান আমরা করতে পারি সেই উদ্যোগ নেয়া হবে।’
উপদেষ্টা এ সময় খালগুলো দখল থেকে পুনরুদ্ধার করতে সুসংহত বাজেট তৈরির আহ্বান জানান।
রাজধানী ঢাকার সবুজায়ন বৃদ্ধি, জলাভূমি ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক বিশেষ এই কর্মশালায় গবেষণালব্ধ একটি বিশদ প্রতিবেদন উপস্থাপন করেন গবেষণা দলের টিম লিডার ও সিইজিআইএস-এর প্রিন্সিপাল স্পেশালিস্ট ড. ফারহানা আহমেদ।
সিইজিআইএস-এর মাধ্যমে পরিচালিত এই গবেষণা ঢাকার বাস্তুতন্ত্রের বর্তমান অবস্থা বিশ্লেষণ করে পুনরুদ্ধারের সুযোগ এবং চ্যালেঞ্জ চিহ্নিত করেছে। বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ, সংশ্লিষ্ট অংশীজনদের মতামত ও বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ ইত্যাদির ভিত্তিতে সিইজিআইএস কাজটি সম্পন্ন করে একটি খসড়া কৌশলগত কর্মপরিকল্পনা প্রস্তুত করে।
প্রাথমিকভাবে পরিকল্পনাটিতে ঢাকা শহর ও এর পার্শ্ববর্তী এলাকার সবুজায়ন বৃদ্ধি, জলাভূমি ও জীববৈচিত্র্য সংরক্ষণে ১৯টি স্থানকে অগ্রাধিকার ভিত্তিতে চিহ্নিত করে তিনটি বৃহত্তর কর্মসূচির আওতায় ১৯টি প্রকল্প প্রস্তাব করা হয়েছে। কৌশলগত এই কর্মপরিকল্পনাটি যাচাই-বাছাইপূর্বক বাস্তবায়নের সুযোগ রয়েছে বলেও জানায় সংস্থাটি।
সিইজিআইএস-এর নির্বাহী পরিচালক মালিক ফিদা এ. খানের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. নজরুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহমুদুল হাসান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মেজর জেনারেল মো. ছিদ্দিকুর রহমান সরকার (অব.), বন অধিদপ্তরের বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী প্রমুখ।
সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস)-এর সহযোগিতা এবং ইউএনডিপি, বাংলাদেশের উদ্যোগে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।