ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ শতাব্দীর পর শতাব্দী বিপ্লবের আইকন হিসেবে থাকবেন বলে মন্তব্য করেছেন ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।
তুরস্কে দীর্ঘদিন নির্বাসিত জীবন কাটিয়ে শুক্রবার দেশে ফিরে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এমন মন্তব্য করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বাধীন কোটা সংস্কার আন্দোলনের সময় চলতি বছরের ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। তার এ আত্মত্যাগের পর আন্দোলন ধীরে ধীরে গণঅভ্যুত্থানে রূপ নেয়, যার চূড়ান্ত মুহূর্তে গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের।
মাহমুদুর রহমান বলেন, ‘আবু সাঈদের সেই দুই হাত প্রসারিত করে ফ্যাসিবাদের পুলিশের উদ্ধত রাইফেলের সামনে উদ্ভাসিত মুখে দাঁড়িয়ে থেকে শাহাদাত বরণ করা বাংলাদেশের জনগণকে যুগের পর যুগ প্রেরণা দেবে ইনশাল্লাহ। আজ থেকে ২০০ বছর আগে তিতুমীর ব্রিটিশ সাম্রাজ্যবাদের সেনাদের সাথে লড়াই করে শহীদ হয়েছিলেন ১৮৩১ সালে।
‘আজকে ২০০ বছর পরে আমরা শহীদ তিতুমীরকে পরম শ্রদ্ধায় স্মরণ করি। আমি আশাবাদী যে, আজ থেকে ২০০ বছর পরেও আমাদের আগামী প্রজন্ম, তখনকার বাংলাদেশের প্রজন্ম আবু সাঈদের কথা বলে তিতুমীরের মতো গর্ব অনুভব করবে। শতাব্দীর পর শতাব্দী আবু সাঈদ আমাদের কাছে বিপ্লবের আইকন হিসেবে থাকবে।’
আন্দোলনে নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধর কথা স্মরণ করে আমার দেশ সম্পাদক বলেন, “বাংলাদেশে মানবতাবাদের মহানায়কের নাম বলতে গেলে আমাদের মুগ্ধের নাম মনে পড়ে। এখানকার কাছেই এই উত্তরার রাজপথে এক সুদর্শন তরুণ পরম মমতায় রাস্তায় দৌড়ে বেরিয়েছে আর বলেছে, ‘পানি লাগবে ভাই?’ ওই দৃশ্য মনে করলে আমি আবেগ (ধরে) রাখতে পারি না।”