মানিকগঞ্জ সদর উপজেলায় ধলেশ্বরী নদীতে শিশু মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে পানিতে ডুবে বাবা-মেয়ে নিখোঁজ হয়েছেন।
বুধবার সকালে সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে ধলেশ্বরী নদীর বারাহিরচর খেয়াঘাট এলাকায় এই র্দুঘটনা ঘটেছে।
নিখোঁজরা হলেন সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের চর জামালপুর এলাকার ব্যবসায়ী মহিদুর রহমান ও তার ১১ বছর বয়সী মেয়ে রাফা আক্তার। রাফা স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণীর ছাত্রী।
স্থানীয়দের বরাতে ফায়ার সার্ভিস জানায়, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে বাড়ির পাশে ধলেশ্বরী নদীর বারাহিরচর খেয়াঘাটে প্লাস্টিকের বোতল দিয়ে মেয়ে রাফা আক্তারকে সাঁতার শেখাতে নদীতে নামিয়ে দেন বাবা মহিদুর রহমান।
সাঁতার শেখার এক পর্যায়ে প্লাস্টিকের বোতলের মুখ খুলে বোতলের ভেতরে পানি ঢুকলে রাফা পানিতে ডুবে যায়। মেয়েকে উদ্ধার করতে নদীতে ঝাঁপ দিলে মহিদুর রহমানও ডুবে যান। এরপর নদীর আশপাশে থাকা লোকজন সিংগাইর ফায়ার সার্ভিসকে খবর দেয়।
সিংগাইর ফায়ার সার্ভিসের সদস্য এবং আরিচা স্থল কাম নদী বন্দর ফায়ার স্টেশনের ডুবুরি দুর্ঘটনাস্থলে পৌঁছায়। এরপর ফায়ার সার্ভিস ও ডুবুরি দল বাবা-মেয়েকে উদ্ধারে যৌথ অভিযান শুরু করে।
শিবালয় উপজেলার আরিচা স্থল কাম নদী ফায়ার স্টেশনের ডুবুরি দলের লিডার দেওয়ান মো. জাহিদুর রহমান জানান, খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সঙ্গে ডুবুরি দলও নিখোঁজদের উদ্ধারে কাজ শুরু করে। দীর্ঘ সময় অভিযানের পরও তাদের সন্ধান মেলেনি। তবে তাদের উদ্ধার না করা পর্যন্ত উদ্ধার অভিযান চলবে।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম আমান উল্লাহ জানান, খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উদ্ধার কাজে ফায়ার সার্ভিস ও ডুবুরি দলকে পুলিশ সার্বিক সহযোগিতা করছে।