সাবেক রেলমন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম সুজনকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।
সুজনকে মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে অসুস্থ অবস্থায় পুলিশের প্রিজন ভ্যানে হাসপাতালে নিয়ে আসেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগের ওয়ানস্টপ ইমারজেন্সি সার্ভিস সেন্টারে তাকে চিকিৎসা দেয়া হয়েছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক কিশোর কুমার সাহা জানান, সাবেক রেলমন্ত্রী বুকে ব্যথা অনুভব করায় পুলিশ তাকে এখানে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা দিয়ে কার্ডিওলজি বিভাগের সিসিইউ-তে পাঠানো হবে।
তবে চিকিৎসা শেষে নুরুল ইসলাম সুজনকে সন্ধ্যা ৬টার দিকে নিয়ে যান পুলিশ সদস্যরা।