বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আটক বিএসএফ জওয়ানকে পতাকা বৈঠক শেষে ফেরত

  • প্রতিনিধি, ঠাকুরগাঁও   
  • ২৪ সেপ্টেম্বর, ২০২৪ ১৮:৩৯

৪২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বাংলাদেশের সীমান্তে ঢুকে পড়ায় ওই বিএসএফ জওয়ানকে আটক করা হয়। তিনি ভুল করে বাংলাদেশে ঢুকে পড়েছিলেন। পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত পাঠানো হয়েছে।’

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে চান্দের হাট সীমান্তে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যকে আটকের পর পতাকা বৈঠক শেষে ফেরত দিয়েছে বিজিবি।

মঙ্গলবার বেলা ১১টায় স্থানীয়দের সহযোগিতায় বিএসএফ সদস্যকে আটক করে চান্দেরহাট বিওপিতে নিয়ে আসেন বিজিবি সদস্যরা। আটক হওয়া বিএসএফ সদস্যের নাম উপকুমার দাস। তিনি বিএসএফ কনস্টেবল পদে কর্মরত।

বিজিবি সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে বাংলাদেশের সীমান্তে দেখতে পেয়ে বিএসএফ সদস্যকে আটক করে বিজিবি। দুপুর আড়াইটায় এ বিষয়ে পতাকা বৈঠকের আয়োজন করা হয়। বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ সদস্যকে ফেরত পাঠানো হয়েছে।

৪২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বাংলাদেশের সীমান্তে ঢুকে পড়ায় ওই বিএসএফ জওয়ানকে আটক করা হয়। তিনি ভুল করে বাংলাদেশে ঢুকে পড়েছিলেন। পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত পাঠানো হয়েছে।’

এ বিভাগের আরো খবর