চট্টগ্রাম নগরের শাহ আমানত সেতু এলাকায় সোমবার ইটভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ার ঘটনায় অন্তত দুজন নিহত ও ১১ জন আহত হয়েছেন।
গতকাল রাত পৌনে ১১টার দিকে নিউমার্কেটমুখী ইটবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে দোকানে ঢুকে পড়ে। এতে অটোরিকশার চালক ও বাইক আরোহীসহ বেশ কয়েকজন চাপা পড়েন। ওই সময় পাশে থাকা আরও একটি মাছবোঝাই ট্রাক উল্টে যায়।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, নতুন ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় ১৩ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকি ১১ জনকে ওয়ার্ডে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালান।