ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, শেখ হাসিনা ছিলেন স্বঘোষিত প্রধানমন্ত্রী। আমার কখনোই তাকে প্রধানমন্ত্রী বলতাম না।
সোমবার মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর বাসস্ট্যান্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সৈয়দ রেজাউল করীম বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী মোদি যখন শপথ গ্রহণ করেননি, তখন তার সঙ্গে শেখ হাসিনা অন্ধকারের মধ্যে ১০টি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন, যার একটিও বাংলাদেশের স্বার্থের জন্য করা হয়নি। বরং হাসিনা চুক্তি করে সব স্বার্থ ভারতকে দিয়ে এসেছেন।’
তিনি আরও বলেন, ‘যে দেশে ৯২ শতাংশ মুসলমান বসবাস করে কিন্তু সে দেশের মধ্যে মুসলমান আলেম-উলামারা স্বাধীনভাবে কথাটুকু বলার সুযোগ পাননি। ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন এক নীতি-আদর্শ লালন করে যার মাধ্যমে দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি।
‘ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই ব্যক্তিস্বার্থের জন্য ইসলামকে নিচে রেখে দেশকে এক পর্যায়ে ধ্বংস করার জন্য কারও সঙ্গে আঁতাত করেনি।’
সংগঠনের রাজৈর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আবু ছালেহ ছালেনুরের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিশেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, মাদারীপুর জেলা শাখার সভাপতি হাজী আজিজুল হক মল্লিক, সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা আমিনুল ইসলাম প্রমুখ।