সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে আবারও চোরাইপথে পাচারের উদ্দেশে আনা ইলিশের একটি চালান আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। এবারের চালানে ৩৬ কার্টন ইলিশ রয়েছে আটক করা সম্ভব হয়েছে।
শনিবার ভোর রাতে দোয়ারাবাজার সীমান্তের মওলারপাড় এলাকা থেকে বাংলাবাজার সীমান্ত ফাঁড়ির বিজিবি জওয়ানরা এই ইলিশ আটক করেন। এ নিয়ে এক সপ্তাহে একই সীমান্তপথে দুবার ইলিশের চালান আটক হলো।
সাধারণত সীমান্তের ওপার থেকে এই পথ দিয়ে পেঁয়াজ ও চিনি আসে। আর এপার থেকে ওপারে যায় ইলিশসহ নানা প্রজাতির মাছ ও রসুন।
আটক করা চালানের ইলিশের নমুনা। ছবি: নিউজবাংলা
স্থানীয়রা জানান, শুক্রবার শতাধিক কার্টন ইলিশ ভারতে পাচারের জন্য অটোরিকশা ও লেগুনায় মওলারপাড় এলাকায় সীমান্ত সংলগ্ন স্থানীয় লুতু মিয়ার বাড়ির পাশে এনে রাখে চোরাচালানি চক্রের সদস্যরা।
রাত সাড়ে ৩টার দিকে সেখান থেকে ১২৩৫ সীমান্ত পিলারের কাছাকাছি এলাকার কাঁটাতারের বেড়ার ছেঁড়া অংশ দিয়ে এবং সীমান্ত সড়কের কালভার্টের ভেতর দিয়ে ইলিশের কার্টন নিয়ে যেতে শুরু করে চোরাচালানিরা।
খবর পেয়ে বিজিবি জওয়ানরা মওলারপাড় এলাকার লুতু মিয়ার বাড়ির পাশের সড়কে রাখা ৩৬ কার্টন ইলিশ আটক করতে সক্ষম হয়।
বিজিবির বাংলাবাজার সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার আবুল বাশার আজাদ বলেন, ‘চোরাচালান চক্রের সদস্যরা ৪০ কার্টন ইলিশ সীমান্ত সংলগ্ন মওলারপাড় এলাকায় নিয়ে রেখেছিল। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চার কার্টন নিয়ে পালিয়েছে তারা। ৩৬ কার্টন ইলিশ আটক করা হয়েছে। দ্রুতই এগুলোর নিলাম করা হবে।’
স্থানীয়দের অনেকে দাবি করেন, সীমান্তের এই পয়েন্টে জমা করা ইলিশ বোঝাই কার্টনের সংখ্যা ছিল শতাধিক। বিজিবি সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছার আগেই চোরাচালানিরা বেশিরভাগ কার্টন সেখান থেকে সরিয়ে নিয়েছে। অথবা সেগুলো ততক্ষণে ওপারে পাচার করে দিয়েছে।