বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দিল্লির সঙ্গে কর্ম-সম্পর্ক বজায় রাখাই ঢাকার লক্ষ্য: পররাষ্ট্র উপদেষ্টা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২১ সেপ্টেম্বর, ২০২৪ ১৮:২২

মো. তৌহিদ হোসেন বলেন, ‘আমি বিশ্বাস করি ঢাকা-নয়াদিল্লি দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেয়া সম্ভব। সব সমস্যা সমাধান করে, পারস্পরিক শ্রদ্ধা ও ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ককে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে চাই।’

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ঢাকা দুই প্রতিবেশী দেশের মধ্যে চলমান উত্তেজনা দূর করে নয়াদিল্লির সঙ্গে কর্ম-সম্পর্ক বজায় রাখতে চায়।

জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদের (ইউএনজিএ) ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের ব্যাপারে তিনি বলেন, ‘আমাদের অবশ্যই ঢাকা ও নয়াদিল্লির মধ্যে একটি কর্ম-সম্পর্ক বজায় রাখার চেষ্টা চালাতে হবে।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ে শনিবার সাংবাদিকদের এসব কথা বলেন মো. তৌহিদ হোসেন। সূত্র: বাসস

তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি ঢাকা-নয়াদিল্লি দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেয়া সম্ভব। সব সমস্যা সমাধান করে, আমরা পারস্পরিক শ্রদ্ধা ও ন্যায্যতার ভিত্তিতে আমাদের সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে চাই।’

দু’দেশের মধ্যে বর্তমান টানাপড়েনের কথা স্বীকার করে তৌহিদ হোসেন বলেন, ‘আমাদের অবশ্যই টানাপড়েন স্বীকার করতে হবে। যদি সমস্যার মোকাবেলা না করি, আমরা তা সমাধান করতে পারব না।’

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে ইউএনজিএ’র ফাঁকে সম্ভাব্য বৈঠকের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অধ্যাপক ইউনূস নিউ ইয়র্কে পৌঁছানোর আগেই মোদি নিউ ইয়র্ক ত্যাগ করবেন। তাই তাদের মধ্যে কোনও বৈঠক সম্ভব হবে না।’

বৈঠকে অনুপস্থিতির বিষয়টি নিয়ে অন্তর্বর্তী সরকারের করা মন্তব্য ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের সঙ্গে সম্পর্কিত কি-না জানতে চাইলে হোসেন বিষয়টি নাকচ করে বলেন, ‘ভারতের শীর্ষ নেতারা অতীতেও মন্তব্য করেছেন। তবে এটি এমন কিছু নয় যা নেতাদের বৈঠকে বসতে বাধা দেয়।

‘এমন কিছু ঘটনাও হতে পারে, যখন বাংলাদেশ ভারতের অনেক মন্তব্য পছন্দ করে না। এটি বড় সমস্যা নয়। আমরা আমাদের প্রতিবেশীদের পরিবর্তন করতে পারি না। তবে শুধু ভাল সম্পর্কের সঙ্গে সহাবস্থান করতে পারি।’

তৌহিদ জানান, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ২৩ সেপ্টেম্বর ৭৯তম ইউএনজিএ-তে যোগ দিতে নিউ ইয়র্কের উদ্দেশে রওনা হবেন এবং ২৭ সেপ্টেম্বর উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্কে তার বক্তব্য দেয়ার কথা রয়েছে।

তিনি আরও বলেন, সেখানে প্রধান উপদেষ্টা গত দুমাসে বাংলাদেশে অভূতপূর্ব গণ-অভ্যুত্থানের বিষয়টি জানাবেন এবং একটি জনকেন্দ্রিক, কল্যাণমুখী ও ন্যায়সঙ্গত রাষ্ট্র গঠনে তার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করবেন বলে আশা করা হচ্ছে।

এ বিভাগের আরো খবর