বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

খাগড়াছড়িতে হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ

  • প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়   
  • ২০ সেপ্টেম্বর, ২০২৪ ১৪:৫১

বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারীদের একজন বলেন, ‘আমরা মানবেন্দ্র নারায়ণ লার্মার যোগ্য উত্তরসূরি। মানবেন্দ্র নারায়ণ লারমার রক্ত কোনো আপস মানে না। সেই রক্তের শপথ নিয়ে আমরা বলতে চাই, জুম্ম জনগণের ওপর যত মানবাধিকার লঙ্ঘন সংগঠিত হয়েছে, তার সবগুলোর বিচার আমরা নিয়েই ছাড়ব।’

খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়িদের বাড়িঘর ভাঙচুর ও তাদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতা।

বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে শুক্রবার সকাল ১০টা থেকে তাদের এ কর্মসূচি শুরু হয।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পাহাড় থেকে সেনা প্রত্যাহার, হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিসহ হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারীদের একজন বলেন, ‘আমরা মানবেন্দ্র নারায়ণ লার্মার যোগ্য উত্তরসূরি। মানবেন্দ্র নারায়ণ লারমার রক্ত কোনো আপস মানে না।

‘সেই রক্তের শপথ নিয়ে আমরা বলতে চাই, জুম্ম জনগণের ওপর যত মানবাধিকার লঙ্ঘন সংগঠিত হয়েছে, তার সবগুলোর বিচার আমরা নিয়েই ছাড়ব।’

প্রায় দুই ঘণ্টা সমাবেশ শেষে জুম্ম ছাত্র-জনতার কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মিছিল নিয়ে শাহবাগ মোড়ের দিকে যান। তারা প্রায় ২০ মিনিটের মতো মোড়টি অবরোধ করে রাখেন।

একই ঘটনায় বৃহস্পতিবার রাতেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

এ বিভাগের আরো খবর