রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।
মঙ্গলবার বেলা ৩টার দিকে রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মো. ওবায়দুর রহমান।
তিনি বলেন, ‘মিজানের বিরুদ্ধে অনেকগুলো মামলা রয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।’
গ্রেপ্তারের পর মিজানকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
মিজান চলতি বছরের এপ্রিলে রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
রূপগঞ্জের এই সাবেক ভাইস চেয়ারম্যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে হতাহতের ঘটনায় একাধিক মামলার আসামি।