বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ডেমরায় গাড়ির ধাক্কায় নারী নিহত

  • নিজস্ব প্রতিবেদক   
  • ১৫ সেপ্টেম্বর, ২০২৪ ১৩:৪২

পুলিশ জানায়, নিহত নারীর বিস্তারিত পরিচয় জানা যায়নি। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটকে খবর দেয়া হয়েছে।

রাজধানীর ডেমরার বাঁশেরপুল এলাকায় রোববার গাড়ির ধাক্কায় এক নারী নিহত হয়েছেন, যার বয়স ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে।

সকাল ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় ওই নারীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক সকাল সাড়ে আটটার দিকে তাকে মৃত বলে জানান।

ডেমরা থানার উপপরিদর্শক (এস আই) মোহাম্মদ আতিকুর রহমান বলেন, ‘আজ সকালের দিকে আমরা খবর পেয়ে দেখি ডেমরার বাঁশেরপুল এলাকায় রাস্তার পাশে পড়ে ছিল ওই নারী। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।’

তিনি বলেন, ‘আশপাশের লোকজনের কথা বলে জানতে পারি, ওই নারী বাঁশেরপুল এলাকায় রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি অজ্ঞাতনামা গাড়ি নারীকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

পুলিশ জানায়, নিহত নারীর বিস্তারিত পরিচয় জানা যায়নি। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটকে খবর দেয়া হয়েছে।

বাহিনীটি আরও জানায়, ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে হয়তো তার নাম ও পরিচয় শনাক্ত করা যাবে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

এ বিভাগের আরো খবর