বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে ইসি গঠন হওয়া উচিত: বদিউল আলম

  • নিজস্ব প্রতিবেদক   
  • ১৪ সেপ্টেম্বর, ২০২৪ ১৭:০৪

নির্বাচনি ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন, ‘নির্বাচন কমিশন সংস্কারের কাজ শুরু হয়েছে। আরপিও আইন ও নির্বাচন কমিশন নিয়োগ আইন সংস্কারের প্রস্তাব দেয়া হবে। কেননা নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত যে আইন করা হয়েছে তা ত্রুটিপূর্ণ।’

রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন (ইসি) গঠন হওয়া উচিত বলে মত দিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার।

শনিবার পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতায় গণতন্ত্র সুরক্ষায় রাষ্ট্র মেরামত এবং জাতীয় নির্বাচন নিয়ে ছায়া সংসদে তিনি এই মতামত তুলে ধরেন।

বদিউল আলম বলেন, ‘নির্বাচন কমিশন সংস্কারের কাজ শুরু হয়েছে। আরপিও আইন ও নির্বাচন কমিশন নিয়োগ আইন সংস্কারের প্রস্তাব দেয়া হবে। কেননা নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত যে আইন করা হয়েছে তা ত্রুটিপূর্ণ।’

নির্বাচনি ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন, ‘আওয়ামী লীগ ছাড়া আগামী জাতীয় নির্বাচন অগ্রহণযোগ্য হবে না বলে অভিমত ব্যক্ত করেন বদিউল আলম মজুমদার। তিনি বলেন, ‘আওয়ামী লীগের সবাই কলঙ্কিত ও পলাতক। তারা বিশেষ সময়ের মধ্যে পুনর্গঠিত হতে না পারলে নির্বাচন অগ্রহণযোগ্য হবে না।’

তিনি বলেন, ‘বিশেষ পরিস্থিতিতে আওয়ামী লীগের বিচার সম্পন্ন না হলে এবং তারা পুনর্গঠিত হতে না পারলে নির্বাচন বাধাগ্রস্ত হবে না। যারা ডামি নির্বাচনের আয়োজন করেছে তারা সুস্পষ্টভাবে সংবিধান লঙ্ঘনকারী।

‘সংবিধান লঙ্ঘনের অভিযোগে বিচার হওয়া দরকার। নইলে আগামীতে দৃষ্টান্ত সৃষ্টি হবে না।

বদিউল আলম বলেন, বিগত তিন জাতীয় নির্বাচন পরিচালনায় যুক্ত ১০ লাখ মানুষ সবাই নির্বাচনি অপরাধী, তাদের শাস্তি হওয়া যৌক্তিক।

এ বিভাগের আরো খবর