পাইপলাইন স্থানান্তরের কাজের জন্য বুধবার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন থাকবে নরসিংদীর কিছু এলাকায়। তিতাসের জরুরি গ্যাস শাটডাউন বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, “সম্মানিত গ্রাহকবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ‘সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় নন্দীপাড়া জামে মসজিদ, ভেলানগর, নরসিংদী হতে ভেলানগর বাজার জামে মসজিদ পর্যন্ত বিদ্যমান পাইপলাইন স্থানন্তর কাজের জন্য আগামী ১১ সেপ্টেম্বর ২০২৪ তারিখ রোজ বুধবার সকাল ১০ ঘটিকা হতে রাত ১০ ঘটিকা পর্যন্ত (১২ ঘণ্টা) চিনিশপুর, আবেদ টেক্সটাইল ঘোড়াদিয়া নরসিংদী, থার্মেক্স গ্রুপ, বৈশাখ স্পিনিং, কারার চর, শিবপুর, নরসিংদী ও তদসংলগ্ন এলাকায় বিদ্যমান সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
“এ ছাড়া আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে। সম্মানিত গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।”