ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক শিশু নিহত ও তার বাবা আহত হয়েছেন।
উপজেলার ধনতলা সীমান্ত এলাকায় রোববার রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।
প্রাণ হারানো জয়ন্ত কুমার সিংহ বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ি ফকির ভিটা বেলপুকুর গ্রামের মহাদেব কুমার সিংহের ছেলে।
গুলিতে মহাদেব ছাড়াও আহত হয় উপজেলার নিটোলডোবা গ্রামের বাসিন্দা বাংঠু মোহাম্মদের ছেলে দরবার আলী।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বরাতে ওসি বলেন, ‘নিহতের মরদেহ বিএসএফ ভারতে নিয়ে গেছে। আর আহতদের রংপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা বিজিবি সীমান্ত এলাকার মেইন পিলার ৩৯৩-এর কাছাকাছি সীমান্ত দিয়ে বাংলাদেশি বিভিন্ন প্রকার লোককে ভারতে পারাপার করে দেয়ার সমায় ভারতীয় ডিঙ্গাপাড়া বিএসএফ বাহিনী গুলি চালালে এ ঘটনা ঘটে। আমি ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানাতে পারব।’