বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সময় এসেছে মানুষের আস্থার প্রতিদান দেয়ার: সমন্বয়ক সারজিস

  • প্রতিনিধি, মুন্সীগঞ্জ   
  • ৮ সেপ্টেম্বর, ২০২৪ ১৯:৪৯

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক সারজিস আলম বলেন, বাংলাদেশের মানুষের ছাত্র-জনতার ওপর যে আস্থা রয়েছে তা দেশের তথাকথিত রাজনৈতিক দলগুলোর ওপর নেই। এই যে বাংলাদেশের এতো এতো মানুষ আস্থা রেখেছে, সময় এসেছে তার প্রতিদান দেয়ার।’

বাংলাদেশের মানুষের ছাত্র-জনতার ওপর যে আস্থা রয়েছে তা দেশের তথাকথিত রাজনৈতিক দলগুলোর ওপর নেই। এই যে বাংলাদেশের এতো এতো মানুষ আস্থা রেখেছে, সময় এসেছে তার প্রতিদান দেয়ার।

রোববার মুন্সীগঞ্জে সরকারি হরগঙ্গা কলেজ মাঠে ছাত্র ও নাগরিক মতবিনিময় সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক সারজিস আলম এসব কথা বলেন।

সারজিস বলেন, ‘গুরুত্বপূর্ণ বিষয় হলো- যারাই ফ্যাসিস্ট সরকারের দোসর ছিল তারা কখনও চাইবে না আপনারা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছেন, সেভাবে ঐক্যবদ্ধ থাকুন।’

শিক্ষার্থীদের উদ্দেশ করে এই সমন্বয়ক বলেন, ‘গত ১৬ বছর ধরে ফ্যাসিস্ট সরকার যে কাজগুলো করেছে এবং সবশেষে গণঅভ্যুত্থানে যেভাবে আমার বোনদের ওপর নির্যাতন করেছে, আমাদের ভাই-বোনদের বুলেট দিয়ে মেরেছে, রাস্তায় পশুপাখির মতো মানুষ হত্যা করেছে, যেভাবে ওই নিথর দেহগুলো ময়লার স্তূপে নিয়ে গেছে, ওই ডকুমেন্টেশনগুলো আপনাদের জীবন্ত রাখতে হবে। তবে ফ্যাসিস্ট সরকার সব সময় চাইবে ওই স্মৃতিগুলো ভুলিয়ে দিয়ে ক্ষমতায় আসতে।

‘আপনাদের আরেকটি বিষয় মনে রাখতে হবে, এই বাংলাদেশে আগামীতে যারা শাসন করবে কিংবা রাজনীতিতে নেতৃত্ব দেবে তারাও যদি ফ্যাসিস্ট সরকার কায়েম করতে চায়, তারাও চাইবে আপনাদের স্মৃতি থেকে এই ডকুমেন্ট মুছে ফেলতে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক দল এর আগে বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জ শহরে একটি রেস্টুরেন্টে মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে মতবিনিময় করে।

দুর্নীতি, চাঁদাবাজি ও নির্যাতন রুখতে স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গেও মতবিনিময় করেন তারা।

এ সময় কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলমের সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমন্বয়ক আবদুল্লাহ সালেহী অয়ন, ইব্রাহিম নীরব, মোবাশ্বেরুল হাসান মৃধা, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি সমন্বয়ক আবদুল তাহরিব রায়হান প্রমুখ।

এ বিভাগের আরো খবর