চাঁদাবাজিসহ দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় জুয়েল ভূঁইয়া নামের এক বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে।
উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ খায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত ওই নেতা নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার কৈলাটী ইউনিয়ন বিএনপির যুববিষয়ক সম্পাদক ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত ও চাঁদাবাজির সুস্পষ্ট অভিযোগ থাকায় কৈলাটী ইউনিয়ন বিএনপির যুববিষয়ক সম্পাদক জুয়েল ভূঁইয়াকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
‘তা ছাড়া ওই বহিষ্কৃত নেতা জুয়েল ভূঁইয়া যদি কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা, সন্ত্রাসী কার্যক্রম বা চাঁদাবাজির চেষ্টা করেন, তাহলে তাকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে সোপর্দ করার অনুরোধ জানানো হলো।’
এ বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা জুয়েল ভূঁইয়া মোবাইল ফোনে বলেন, ‘সম্প্রতি রাজনৈতিক মামলায় হাজিরা দিয়ে এলাকার বাহিরে ছিলাম। হঠাৎ করে এলাকার নেতৃবৃন্দ আমাকে বহিষ্কারের বিষয়টি অবগত করেন। আমাকে কোনো প্রকার কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়নি।
‘কোন ঐশ্বরিক কারণে আমাকে বহিষ্কার করা হলো তা নিয়ে ঊর্ধ্বতন নেতৃবৃন্দকে জানিয়েছি। পাশাপাশি দলীয়ভাবে সঠিক তদন্ত করার জন্য দাবি জানিয়েছি।’