বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তিস্তা ইস্যুর সমাধান হতে হবে: প্রধান উপদেষ্টা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৬ সেপ্টেম্বর, ২০২৪ ১৬:০৬

তিস্তা চুক্তি নিয়ে ড. ইউনূস পিটিআইকে বলেন, ‘এ ইস্যু (পানিবণ্টন) নিয়ে বসে থাকলে কোনো উদ্দেশ্য সাধন হবে না। আমি কী পরিমাণ পানি পাব সেটা জানার পর খুশি না হয়ে (চুক্তি) সই করাটাও অপেক্ষাকৃত ভালো। এ ইস্যুর সমাধান হতে হবে।’

অন্তর্বর্তী সরকার দীর্ঘ প্রতীক্ষিত তিস্তা নদীর পানিবণ্টন চুক্তি নিয়ে ভারতের সঙ্গে মতদ্বৈততা নিরসনের পথ খুঁজবে বলে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে (পিটিআই) জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

নিজ বাসভবনে ভারতভিত্তিক বার্তা সংস্থাটিকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

সাক্ষাৎকারের এ অংশটি নিয়ে শুক্রবার খবর প্রকাশ করে বিভিন্ন সংবাদমাধ্যম। এর আগে বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে পিটিআইয়ের কাছে ড. ইউনূসের করা মন্তব্য নিয়ে ভারত ও বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো প্রতিবেদন প্রকাশ করে।

তিস্তা চুক্তি নিয়ে ইউনূস পিটিআইকে বলেন, ‘এ ইস্যু (পানিবণ্টন) নিয়ে বসে থাকলে কোনো উদ্দেশ্য সাধন হবে না। আমি কী পরিমাণ পানি পাব সেটা জানার পর খুশি না হয়ে (চুক্তি) সই করাটাও অপেক্ষাকৃত ভালো। এ ইস্যুর সমাধান হতে হবে।’

ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ২০১১ সালের ঢাকা সফরের সময় তিস্তার পানিবণ্টন নিয়ে চুক্তি সইয়ের কথা ছিল দুই দেশের, তবে সে সময় পশ্চিমবঙ্গে পানি স্বল্পতার কথা জানিয়ে চুক্তির বিরোধিতা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এ বিষয়ে ড. ইউনূস বলেন, ‘আমরা সবাই চেয়েছিলাম এই চুক্তি সম্পন্ন করতে। এমনকি ভারত সরকারও এর জন্য প্রস্তুত ছিল।

‘যদিও পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সে জন্য প্রস্তুত ছিল না। আমাদের এর নিষ্পত্তি করা দরকার।’

এ বিভাগের আরো খবর