বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সশস্ত্র হামলা, গুলিতে আহত হওয়ার ঘটনায় সাবেক রেলমন্ত্রী ও চৌদ্দগ্রামের সাবেক সংসদ সদস্য মুজিবুল হক, সদর আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আ ক ম বাহাউদ্দিন বাহার এবং তার মেয়ে সাবেক মেয়র তাহসীন বাহার সূচনার নামে মামলা করা হয়েছে।
এ মামলায় মুজিবুল হকের স্ত্রী হনুফা আক্তারসহ অন্তত ১৩৩ জনের নাম উল্লেখের পাশাপাশি ৩০০ জনকে আসামি করা হয়েছে।
কুমিল্লার আলেখারচরের আবদুল করিমের ছেলে কাজী মো. সোহেল বাদী হয়ে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় এ মামলা করেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবেন বিশ্বাস শুক্রবার সকালে বাসসকে এ তথ্য নিশ্চিত করেন।
মামলার অভিযোগে বলা হয়, উল্লেখিত আসামিসহ তিন শতাধিক আসামির সবাই আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য, দা, ছেনি, ইট, লাঠিসোটা নিয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর সাবেক মন্ত্রী মুজিবুল হক, সদর আসনের সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের নির্দেশে ঝাঁপিয়ে পড়েন। তারা বৃষ্টির মতো ককটেল ও গুলি ছোড়েন।
অভিযোগে উল্লেখ করা হয়, আসামিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের ক্যান্টনমেন্ট পর্যন্ত তাড়া করে নিয়ে যায়। হাবিবুর আল-আমিন সাদী ও নাসির উদ্দিন তাদের লাইসেন্সকৃত পিস্তল ও শটগান নিয়ে নিরীহ শিক্ষার্থীদের ওপর গুলি করেন।