কুমিল্লার চৌদ্দগ্রামে মাইক্রোবাসে যাত্রীবাহী বাসের ধাক্কায় নারী ও শিশুসহ চারজন নিহত হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নানকরা এলাকায় শুক্রবার সকাল ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান নাজমুল হুদা জানান, সকালে মহাসড়কের নানকরা এলাকায় ঢাকাগামী স্টার লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে একজনের মৃত্যু হয়।
নিহত যাত্রীদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য।
চারজনের মরদেহ মিয়াবাজার হাইওয়ে থানায় নেয়া হয়েছে।
তাৎক্ষণিকভাবে নিহত লোকজনের নাম ও পরিচয় জানা যায়নি বলে জানান ওসি।