চট্টগ্রামের সীতাকুণ্ড স্টেশন সংলগ্ন এলাকায় যাত্রীবাহী একটি চলন্ত ট্রেনের হুক ভেঙে ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন ট্রেনটির পাঁচ শতাধিক যাত্রী।
জানা যায়, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে সীতাকুণ্ড স্টেশন এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী চলন্ত ট্রেনের হুক ভেঙে ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বগিগুলো। এ সময় মহানগর এক্সপ্রেস ট্রেনটির পাঁচ শতাধিক যাত্রী অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন।
এক ঘণ্টা পর চট্টগ্রাম থেকে আরেকটি ইঞ্জিন এসে যাত্রীবাহী বগিগুলোকে উদ্ধার করে ঢাকার উদ্দেশে রওনা দেয়। তবে এই দুর্ঘটনায় কেউ হতাহত হননি বলে নিশ্চিত করেছেন সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন মাস্টার নাজিম উদ্দিন।