রাজধানীর জুরাইনে বুধবার গভীর রাতে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির বাসের ধাক্কায় জ্যোৎস্না বেগম নামের ৭০ বছর বয়সী নারী নিহত হয়েছেন।
খবর পেয়ে স্বজনরা রক্তাক্ত অবস্থায় ওই নারীকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক রাত দুইটার দিকে বৃদ্ধাকে মৃত বলে জানান।
জ্যোৎস্নাকে হাসপাতালে নিয়ে যাওয়া তার ছেলে পলাশ ব্যাপারী বলেন, ‘আমার মা রাতে মুন্সীগঞ্জ থেকে আমার ছোট ভাইকে নিয়ে কেরানীগঞ্জের হাসনাবাদে ভাগ্নির বাড়িতে বেড়াতে যাচ্ছিল। পথে জুরাইন পেট্রল পাম্পের সামনে রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা বাসের ধাক্কায় রাস্তার ওপর পড়ে গুরুতর আহত হন।
‘পরে আমরা মাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে জানান।’
তিনি আরও বলেন, ‘আমাদের বাড়ি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার কলাপাড়া গ্রামে।’
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।’