বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি বাড়াতে সময় দিতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।
সচিবালয়ে বুধবার সভা শেষে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘পুলিশের ইমেজ আস্তে আস্তে কিন্তু উন্নত হচ্ছে। আমার কাছে এ রকম কোনো কিছু নেই যে আমি এক দিনে সব উন্নতি করে ফেলব। এটা আস্তে আস্তে হবে।’
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি তো এক দিনে এটা পারব না। সময় দিতে হবে। আস্তে আস্তে আমি ব্যবস্থা নিচ্ছি।’
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের দাবিতে ছাত্র-জনতার আন্দোলনে গুলি করে ব্যাপক হত্যাকাণ্ডের অভিযোগে রয়েছে পুলিশের বিরুদ্ধে। এমন অভিযোগে এখন পর্যন্ত এ বাহিনীর বর্তমান ও সাবেক অনেক কর্মকর্তার নামে হত্যা মামলা হয়েছে। পলাতক রয়েছেন অনেক পুলিশ কর্মকর্তা।