কিশোরগঞ্জের অষ্টগ্রামের বাহাদুরপুর হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে।
উপজেলার কাস্তুল ইউনিয়নের বাহাদুরপুর হাওরে বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
প্রাণ হারানো জাহাঙ্গীর আলম (১৭) অষ্টগ্রাম সদর ইউনিয়নের আড়ারপাড় গ্রামের বাসিন্দা আরজুদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাস্তুল ইউনিয়নের বাহাদুরপুর বড়হাটি গ্রামের হারিছ মিয়া মঙ্গলবার রাতে হাওরে মাছ ধরার জাল পেতে রাখেন। বুধবার সকালে তা়র শ্যালক জাহাঙ্গীরকে নিয়ে নৌকা দিয়ে জাল উত্তোলন করতে যান হাওরে। হারিছ পানিতে নেমে জাল উত্তোলন করার সময় জাহাঙ্গীর ওপরে বসে নৌকা নিয়ন্ত্রণ করছিলেন।
সকাল সাড়ে সাতটার দিকে হঠাৎ আকাশে মেঘ করে বজ্রপাত শুরু হয়। ওই সময় বজ্রপাতের আঘাতে জাহাঙ্গীর নৌকা থেকে পড়ে পানিতে নিখোঁজ হন। পরে স্বজন ও হাওরে থাকা নৌকার অন্য জেলেরা মিলে অনেক খোঁজাখুঁজি করে জাহাঙ্গীরের মরদেহ উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক আমিনুল ইসলাম জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই জাহাঙ্গীরের মৃত্যু হয়।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।