রাজধানীর হাজারীবাগে সোমবার গভীর রাতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে অটোরিকশার চালক এক তরুণ নিহত হয়েছেন।
পথচারীরা গুরুতর অবস্থায় উদ্ধার করে তরুণকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসক ভোররাত পৌনে পাঁচটার দিকে তাকে মৃত বলে জানান।
প্রাণ হারানো তরুণের পরিচয় জানা যায়নি, যার বয়স আনুমানিক ১৯ বছর বলে জানিয়েছে পুলিশ।
অটোরিকশার চালককে হাসপাতালে নিয়ে আসা পথচারী সুমন জানান, হাজারীবাগের বরইতলা এলাকা দিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে যাওয়ার পথে কয়েকজন ছিনতাইকারী ওই তরুণের অটোর গতি রোধ করেন। তারা চালককে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত করেন। পরে অটোচালকের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যান।
তিনি আরও জানান, ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক অটোরিকশার চালককে মৃত বলে জানান।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান,
তরুণের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।