জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু হয়েছেন। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) সোমবার বিকেলে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করেছে।
ডিবির যুগ্ম পুলিশ কমিশনার (উত্তর) মো. রবিউল হোসেন ভুঁইয়া জানান, আনোয়ার হোসেন মঞ্জুকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। তার বিরুদ্ধে পাঁচটি হত্যা মামলা রয়েছে।
আনোয়ার হোসেন মঞ্জু একজন রাজনীতিবিদের পাশাপাশি ব্যবসায়ী ও সাংবাদিক। পিরোজপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এই সাবেক মন্ত্রী।
তিনি জাতীয় পার্টির একাংশের নেতা, যা জেপি নামে পরিচিত। তার বাবা তোফাজ্জল হোসেন মানিক মিয়া একজন নামকরা রাজনীতিবিদ এবং দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা ছিলেন। আনোয়ার হোসেন মঞ্জু ১৯৭২-১৯৭৫ সাল পর্যন্ত দৈনিক ইত্তেফাকের সম্পাদক ছিলেন।