স্মরণকালের অন্যতম ভয়াবহ বন্যায় ফেনীতে আরও ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এ নিয়ে জেলায় প্রাণহানি বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে।
বাসস জানায়, প্রাণ হারানো ব্যক্তিদের মধ্যে ১৪ পুরুষ, ছয় নারী ও তিন শিশু রয়েছে। তাদের মধ্যে ১৬ জনের পরিচয় মিলেছে।
জেলা প্রশাসক (ডিসি) মুছাম্মৎ শাহীনা আক্তার শনিবার দুপুরে তথ্যগুলো নিশ্চিত করেন।
পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) বরাত দিয়ে জেলা প্রশাসন জানায়, ফেনী সদর উপজেলার দুজন, সোনাগাজীর তিনজন ও ছাগলনাইয়ার দুজনের পরিচয় অজ্ঞাত রয়েছে।
প্রাণ হারানো ২৩ জনের মধ্যে ফেনী সদরের তিনজন, দাগনভূঞার দুইজন, ফুলগাজীর সাতজন, সোনাগাজীর ছয়জন, ছাগলনাইয়ার তিনজন ও পরশুরামের দুজন ব্যক্তি রয়েছেন।
অতি বৃষ্টি ও ভারত হতে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীতে গত দেড় মাসে তিনবার বন্যা হয়। সর্বশেষ গত ১৯ আগস্ট পরশুরাম, ফুলগাজীতে স্মরণকালের ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। এই প্লাবন দ্রুত সমগ্র জেলায় ছড়িয়ে পড়ে।