বিচার বিভাগে বড় ধরনের রদবদল হয়েছে। সুপ্রিম কোর্টের পরামর্শে বিভিন্ন পদমর্যাদার ৮১ জন বিচারককে বদলি ও নতুন পদায়ন করা হয়েছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বৃহস্পতিবার এ সংক্রান্ত চারটি পৃথক প্রজ্ঞাপন জারি করে বলা হয়েছে, জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে।
উপসচিব (প্রশাসন-১) মোহাম্মদ ওসমান হায়দারের সই করা প্রজ্ঞাপনে একজন ছাড়া বদলিকৃত সব বিচারককে তাদের নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান খানকে জেলা ও দায়রা জজ হিসেবে চট্টগ্রামে বদলি করা হয়েছে। তাকে আগামী ১ সেপ্টেম্বর দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।