দেশের ১১টি জেলায় বন্যায় ৫৪ জনের মৃত্যু হয়েছে জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বলেছে, এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৪ লাখ ৬৪ হাজার ১৬৭ জন।
চলমান বন্যার সার্বিক পরিস্থিতি নিয়ে শুক্রবার বেলা একটা নাগাদ মন্ত্রণালয়টি এ তথ্য পেয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বন্যা কবলিত জেলাগুলো হলো ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার।
সিলেট, হবিগঞ্জ ও চট্টগ্রাম জেলা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মন্ত্রণালয় জানায়, বন্যার পরিস্থিতির সার্বিক উন্নতি হয়েছে।
বন্যায় ৬৪টি উপজেলা প্লাবিত হয়েছে জানিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ১১ জেলায় ১০ লাখ ৯ হাজার ৫২২টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বন্যায় মৌলভীবাজার জেলায় একজন নিখোঁজ রয়েছেন। ১১ জেলায় ৩ হাজার ২৬৯টি আশ্রয়কেন্দ্রে চার লাখ ৬৯ হাজার ৬৮৭ জন মানুষ ও ৩৮ হাজার ১৯২টি গবাদি পশুকে আশ্রয় দেয়া হয়েছে।
বন্যাদুর্গতদের চিকিৎসার জন্য ৫৬৭টি মেডিক্যাল টিম চালু রয়েছে।